ACM ICPC World Finals 2016

worldfinals2016 bangladeshi teams

ACM ICPC World Finals 2016

আমার প্রোফাইল পিকচারে ICPC ২০১৬ তে বাংলাদেশী টিম গুলোকে উৎসর্গ করা যেই ছবিটা দেয়া আছে সেটা আপনার প্রোফাইল পিক হিসেবে ব্যবহার করতে চাইলে আমার কাছ থেকে কোনো ধরনের পারমিশান নেবার দরকার নেই আমি এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি 🙂 ……আমি কেবল চাই বাংলাদেশে ক্রিকেট,ফুটবল,হকি, বডিবিল্ডিং,সাইক্লিং এর মতন স্পোর্টস প্রোগ্রামিংও জনপ্রিয় হয়ে ঊঠুক…আমাদের দেশের মানুষজন ICPC সম্পর্কে জানুক…আমাদের দেশের বাচ্চারা পুথিগত বিদ্যার পাশাপাশী বিশুদ্ধ প্রোগ্রামিংও শিখুক….চর্চা করুক…..সিজিপিএর পাশাপাশি ম্যাথ আর অ্যালগরিদম নিয়েও খেলা করতে শিখুক…..ছোট্ট এই অসম্ভব সুন্দর দেশটায় আরো নাফিস সাদিক,নিলয় কিংবা সামিউল ভাইয়াদের মতন কিছু অসম্ভব ভাল প্রোগ্রামার তৈরী হোক যারা বিশ্ব দরবারে সর্বদা আমার দেশের পতাকাটাকে উচু করে মেলে ধরবে….আমার চাওয়া এতটুকুই…এর বেশি কিছু না 🙂
‪#‎icpc2016‬